সৌভিক বন্দ্যোপাধ্যায়
'ভুলে যেও আমাকে... কী আমার নাম, কে ছিলাম...'
৩১ ডিসেম্বর, ২০২৫। তারিখটা যেন ক্যালেন্ডারে শুধু একটি দিন নয়, বরং এক প্রজন্মের শৈশবের জানালা বন্ধ হওয়ার দিন। ঘোষণা হয়েছে, এমটিভির জনপ্রিয় মিউজিক (MTV Music Channel) চ্যানেলগুলি বন্ধ হতে চলেছে। যাঁরা নাইন্টিজ কিড (90's Kid), তাঁদের কাছে এই খবর নিছক এক সম্প্রচার বন্ধের নয়, বরং নিজের বেড়ে ওঠার একটা অংশ হারানোর মতো। কারণ এমটিভি ছিল তাঁদের প্রথম প্রাপ্তবয়স্ক বন্ধু, সেই রঙিন পৃথিবী, যেখানে বিদ্রোহ মানে ছিল সঙ্গীতের ছন্দে নিজেকে চিনে নেওয়া।