দ্য ওয়াল ব্যুরো: আর্থিকভাবে স্বনির্ভর ব্যক্তি ভরণপোষণের (Alimony)দাবিদার নন - এমনই গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের মতে, ‘স্থায়ী আলিমনি (Alimony) সমাজকল্যাণের প্রতীক, কোনও পক্ষের আর্থিক সমতা বা ব্যক্তিগত লাভের মাধ্যম নয়।’
বিচারপতি অনিল ক্ষেতরপাল এবং হরিশ বৈদ্যনাথন শঙ্কর সমন্বিত বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, আলিমনি বা ভরণপোষণ চাইলে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে, তাঁর সত্যিই অর্থনৈতিক সহায়তার প্রয়োজন রয়েছে।