দ্য ওয়াল ব্যুরো: উৎসব মানে সেখানে মিশে থাকে নানা বয়সের মানুষের হাসির শব্দ, একরাশ আলো আর অনেকটা আনন্দ। জীবনের যাবতীয় দুঃখ কিছুদিনের জন্য দূরে কোথাও সরিয়ে রেখে, সব ভুলে মানুষ মেতে ওঠেন রঙের আলোয়।
তার মধ্যেও ভারতের এমন এক জায়গা আছে, যেখানে দীপাবলিতে টিমটিম করে প্রদীপের আলোর শিখাটুকুই জ্বলে ওঠে, তার নিচে জমাটবাঁধা অন্ধকারের মতো গাঢ় হয়ে থাকে অভিশাপের কালো ছায়া।
হিমাচল প্রদেশে হামিরপুর সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সাম্মু নামের একটি ছোট গ্রাম আছে। বহু বছরের প্রথা মেনে এবারও সেখানে দীপাবলির আলো জ্বলেনি। নেপথ্যে গাঢ় হয়ে উঠেছে এক শতাব্দী প্রাচীন অভিশাপ।
#REL