দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর কারুরে নেতা-অভিনেতা বিজয়ের রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। সেই মর্মান্তিক দুর্ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। কিন্তু রেশ এখনও বর্তমান। বিরোধীরা কড়া ভাষায় সমালোচনা করছেন। ঘটনার তদন্তও চলছে। এই পরিস্থিতিতে দীপাবলির (Diwali) সমস্ত কর্মসূচি বাতিল করল টিভিকে (Tamilaga Vettri Kazhagam) ।
দলের মুখপাত্র জানিয়েছেন, 'মানবিকতার খাতিরে এই মুহূর্তে কোনও উৎসব বা আনন্দের অনুষ্ঠান করা ঠিক নয়। দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসা ও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।'