দ্য ওয়াল ব্যুরো: চাঁদের রহস্য উদঘাটনে আরও এক ধাপ এগোল ভারত। ইসরোর (ISRO) চন্দ্রযান-২ অভিযান এবার প্রথমবারের মতো সূর্যের বিস্ফোরণের (Coronal Mass Ejection বা CME) প্রভাব সরাসরি চাঁদের উপর ধরতে সক্ষম হল। শনিবার ইসরো এই ঐতিহাসিক পর্যবেক্ষণের কথা জানায়।
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নতুন তথ্যের মাধ্যমে চাঁদের পাতলা বায়ুমণ্ডল, যাকে বলা হয় লুনার এক্সোস্ফিয়ার (Lunar Exosphere), তার সম্পর্কে আরও গভীরভাবে জানা যাবে। পাশাপাশি সূর্যের বিকিরণ বা মহাকাশের আবহাওয়া চাঁদের পৃষ্ঠে কীভাবে প্রভাব ফেলে, তাও বুঝতে সাহায্য করবে।