দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা (America) জুড়ে তুমুল বিক্ষোভ। স্লোগান একটাই, 'নো কিংস' (US No Kings)। নাগরিকদের একাংশের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড (Donald Trump) ট্রাম্প দেশকে টেনে নিয়ে যাচ্ছেন একনায়কতন্ত্রের দিকে। তাঁর কঠোর নীতি, মিডিয়া ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ, এবং অভিবাসীদের উপর দমনপীড়নের বিরুদ্ধে হাজার হাজার মানুষ নেমে পড়েছেন রাস্তায়।
ওয়াশিংটন, বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে ছোট ছোট শহর পর্যন্ত প্রায় ২,৫০০ জায়গায় বিক্ষোভ হয়েছে। সমুদ্রতটে শরীর দিয়ে লেখা হয়েছে “No King!”।