দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (Diwali) আগে নতুন বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। হিন্দু উৎসবের আবহে ক্রিসমাসের (Christmas) সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘‘সারা বিশ্বে ক্রিসমাসের সময় শহরগুলো আলোয় ঝলমল করে। আমাদেরও শেখা উচিত ওদের থেকে। এত টাকা খরচ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে কী হবে? আলোয় সাজুক আমাদের শহরও।’’
এক জনসভায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সরকার কিছুই করছে না। এই সরকারকে সরাতে হবে। আমরা এমন ব্যবস্থা করব, যাতে শহরগুলো আরও সুন্দর আলোয় ভরে ওঠে।’’