দ্য ওয়াল ব্যুরো: পার্থের (Perth) সকালটা ছিল মেঘলা। কিন্তু আলো ছড়ালেন একজন—মিচেল স্টার্ক! (Mitchell Starc)। তাঁর হাতে বল মানেই আগুন। ভারতীয় টপ অর্ডারকে (Indian Top Order) বিধ্বস্ত করলেন প্রথম ওভারেই। তবে রবিবারের আলোচনার কেন্দ্রবিন্দু শুধু তাঁর উইকেট নয়, বরং এক অবিশ্বাস্য পরিসংখ্যান—স্পিডোমিটারে ধরা পড়েছে ১৭৬.৫ কিমি প্রতি ঘণ্টার ডেলিভারি!
রোহিত শর্মার বিরুদ্ধে প্রথম বলেই এমন আগুনে ডেলিভারিতে চমকে দিলেন ক্রিকেটবিশ্বকে। এতটাই দ্রুত, যে অনেকেই ভাবতে শুরু করেছেন—তাহলে কি সত্যিই ইতিহাসের দ্রুততম বলটা করে ফেললেন স্টার্ক?