দ্য ওয়াল ব্যুরো: দুঃসাহসিক চুরির তিনদিনের মাথায় খুলল প্যারিসের আইকনিক লুভ মিউজিয়াম (Louvre Museum heist)। বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে দর্শনার্থীদের আনাগোনা। গত রবিবার সকালে চুরির ঘটনাটি ঘটে। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও সম্রাজ্ঞী জোসেফিনের অমূল্য গয়না (Napoleon and Empress Eugenie jewels) নিয়ে পালায় দুষ্কৃতীরা, যার বাজার মূল্য ৮০০ কোটির বেশি।
ফরাসি প্রসিকিউটর লর বেকো বলেন, "চুরিটি মাত্র সাত মিনিটে সম্পন্ন হয়েছে। এই অপরাধে চারজন যুক্ত ছিল। ঘটনাস্থল থেকে পাওয়া আঙুলের ছাপও বিশ্লেষণ করে দেখা হচ্ছে।" শীঘ্রই অপরাধীদের শনাক্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন লর বেকো।