দ্য ওয়াল ব্যুরো: একেবারে বলিউডের ‘দৃশ্যম’ সিনেমার ধাঁচে খুনের পরিকল্পনা। স্ত্রীকে খুন করে নির্মীয়মান একটি বাড়ির কাছে দেহ পুঁতে দিলেন স্বামী। কেরালার আয়ারকুন্নামে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের ধারাপাড়া গ্রামে থাকতেন ৩১ বছর বয়সি সনি এসকে। আয়ারকুন্নামে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। নিজের স্ত্রী আল্পনা খাতুনকে, বছর ২৮ বছর, খুন করে প্রমাণ লোপাটের চেষ্টায় নির্মীয়মান একটি বাড়ির পাশে পুঁতে দেন। পালানোর সময় এর্নাকুলাম রেলওয়ে স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
#REL