অর্পিতা দাশগুপ্ত
কালীপুজো এলেই মানুষের ভিড় বাড়ে বারাসতের দিকে। থিমের চমক, রঙ, আলোর রোশনাই- সেজে ওঠে উত্তর ২৪ পরগনার এই অঞ্চলের সব প্যান্ডেল। কিন্তু কীভাবে বারাসতে কালীপুজোর সূচনা হল, এর পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস (Barasat Kali Puja History)। উদ্বাস্তুদের হাত দিয়ে শুরু হওয়া বারাসতের পুজো আজ প্রায় জগৎ প্রসিদ্ধ। শতাব্দী প্রাচীন বারাসতের কালীপুজো (Kali Puja 2025) একসময় ছিল স্থানীয় পরিসরে সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে এখানকার থিম, আলোকসজ্জা ও প্রতিমার শৈল্পিক নিপুণতা রাজ্যজুড়ে খ্যাতি পায়।