দ্য ওয়াল ব্যুরোঃ উৎসবের মরসুম মানেই আনন্দের ঢেউ— ধনতেরাস থেকে দীপাবলি, শুভ দিনে সোনা কেনা যেন ভারতের এক চিরন্তন প্রথা। তবে প্রশ্ন এখন একটাই— উৎসবের আগে সোনার দাম কি সাধারণ মানুষকে স্বস্তি দেবে, নাকি আরও চড়বে? সারা দেশের মতো কলকাতাতেও প্রতিদিন ওঠানামা করছে সোনার বাজার। এই দামি ধাতুর দরে পরিবর্তন ক্রেতা ও ব্যবসায়ী— উভয়ের মনেই কৌতূহল বাড়াচ্ছে। তাই আজকের দিনে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম কত, তা জানা একান্তই প্রয়োজন।
উৎসবের মরসুমে চড়া সোনার বাজার