দ্য ওয়াল ব্যুরো: একসময় একটা শব্দ ছিল ভীষণ পারিবারিক। আত্মীয়তার গন্ধ মাখা। আপামর বাঙালির বাড়ির অন্দরমহলে মিশে থাকা এক অনন্য সত্তা—‘বৌদি’। কিন্তু আজকের দিনে, সামাজিক মাধ্যমে সেই শব্দই যেন হারিয়েছে তার আদর। হয়ে উঠেছে কুরুচিকর ইঙ্গিতের বাহন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ঠিক এই কথাই বলেছিলেন—“শব্দকে কুরুচিকরভাবে ব্যবহার করা হয়।”
#REL