দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আগের রাতে এক নৃশংস ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের (East Burdwan News) খণ্ডঘোষ এলাকায়। ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ (Drunk Son Beats Father to Death)। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। নিহতের স্ত্রী নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিপত্তরণ রায় (৫৫)। খণ্ডঘোষ ব্লকের সগরাই রায়পাড়া এলাকায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন। মদ্যপ ছেলের কারণে প্রায়ই বাড়িতে অশান্তি হত বলে অভিযোগ।