দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ মুম্বইয়ের একচালা ঘরে দীপাবলির ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হল এক কিশোরের। দগ্ধ হয়েছেন আরও তিনজন। মৃত কিশোরের নাম যশ বিত্থল খোট (১৫)।
ফায়ার ব্রিগেড ও সিভিক কর্পোরেশনের সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৪টে ১৫ মিনিট নাগাদ ক্যাপ্টেন প্রকাশ পেঠে মার্গের একটি একতলা বাড়িতে আগুন লাগে। ওই ঘরটি ছিল মাত্র ১০ গুন ১০ ফুট আকারের। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে প্রথম তলায় থাকা বৈদ্যুতিক তার, তিনটি ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি এবং ঘরের আসবাবপত্রে। যার ফলে আগুনের তীব্রতা বাড়তে থাকে।
#REL