দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধে। সোনারপুর (Sonarpur) থানার কোদালিয়া কদমতলায় আচমকা চিৎকারে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা ছুটে এসে যা দেখেন, তাতে হিমশীতল হয়ে যায় শরীর। ঘরের মেঝেতে রক্তে ভেসে পড়ে আছে চার বছরের এক শিশুকন্যা। শরীরে একাধিক কোপ। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, “অনেক দেরি হয়ে গিয়েছিল।”
আর তারপরই সামনে আসে এক বিভীষিকাময় তথ্য—এই খুনের অভিযোগ উঠেছে মেয়েটির দাদুর (৭৬) বিরুদ্ধে।