দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU students, Teacher) ছাত্র সংসদের তিন নেতাসহ ছ’জন পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর (FIR) করল দিল্লি পুলিশ (Delhi Police)। সোমবার এই মামলার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রমহলে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ছাত্র সংসদের সভাপতি নীতীশ কুমার, সহ-সভাপতি মনীষা, সাধারণ সম্পাদক মুনতেহা ফতিমা, এবং আরও তিন ছাত্রছাত্রী—মণিকান্ত প্যাটেল, ব্রতী কর ও শৌর্য মজুমদার।
#REL
কী হয়েছিল?