দ্য ওয়াল ব্যুরো: আন্দামান সাগরে নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত (Low Pressure)। এর জেরে সমুদ্র এখন বেশ উত্তাল। আগামী কয়েক দিনে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।
২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। বাতাসের গতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
#REL