দ্য ওয়াল ব্যুরো: একটু চোখের আড়াল হতে না হতেই বিপত্তি। তামিলনাড়ুর থ্রিসুরে দেড় বছরের এক শিশুকন্যা তার আঙুল ইডলি ট্রেতে আটকে ফেলে। আঙুল কেটে বার করতে ডাকতে হল দমকল।
স্থানীয় ফায়ার ব্রিগেড এসে প্রায় ৯০ মিনিটের অপারেশন চালায় ছোট্ট হাতে। তারপর শিশুটিকে নিরাপদে মুক্ত করা সম্ভব হয়েছে।
ঘটনাটি রবিবার ঘটেছে। জানা গিয়েছে, শিশুটি মায়ের সঙ্গে রান্নাঘরে খেলা করছিল। খেলতে খেলতে তার আঙুল একটি ইডলি ট্রেতে ঢুকে যায়। প্রথমে তার মা-বাবা চেষ্টা করেছিলেন আঙুলটি বের করার, কিন্তু কোনও কাজ হয়নি। আঙুলে ব্যথা লাগার ভয়ে ছেড়ে দিতে বাধ্য হন তাঁরা।
#REL