দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি-কালীপুজোর পরদিন সকালেই দুর্ঘটনা! ব্যারাকপুরের নীলগঞ্জ রোডে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে (Fire Incident in Barrackpore)। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।
জানা গেছে, এদিন ভোর ৫টা নাগাদ কারখানার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। কিছুক্ষণের মধ্যেই আগুনের ফুলকি চোখে পড়ে, যা নিমেষেই ভয়াবহ রূপ নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে নীলগঞ্জ রোডের ওই রাসায়নিক কারখানা (Fire Incident in Barrackpore)। খবর দেওয়া হয় দমকলে।