দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে দিল্লির আকাশ ঢেকে গেল ঘন ধোঁয়ায়। রাজধানীর বাতাসে দূষণের (Air Pollution in Delhi) মাত্রা সোমবার পৌঁছে যায় ভয়ঙ্কর পর্যায়ে। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, দিল্লির ৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রেই বাতাসের মান ছিল ‘রেড জোনে’- অর্থাৎ ‘খুবই খারাপ’ থেকে ‘অত্যন্ত গুরুতর’ পর্যায়ে।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) হিসেব বলছে, সোমবার বিকেল ৪টেয় দিল্লির গড় 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' (AQI) ছিল ৩৪৫, যা রবিবারের ৩২৬ থেকে বেশি। এই মানকে ‘Verry Poor’ বা খুব খারাপ শ্রেণিতে ফেলা হয়।