দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু-এর সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। সম্প্রতি দীপাবলির উদযাপনের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সামান্থা, যার মধ্যে রাজের সঙ্গে তাঁর একটি ছবিও রয়েছে। আর এই ছবিই নতুন করে জল্পনা তৈরি করেছে।
সোমবার ইনস্টাগ্রামে সামান্থা কিছু ছবি শেয়ার করেন। সবুজ এথনিক পোশাকে সেজেছিলেন সামান্থা, আর রাজ ছিলেন নীল কুর্তায়। সামান্থা তাঁর পোশাক, বাড়ি সাজানো এবং ফুলঝুরি জ্বালানোর ছবি শেয়ার করেছেন। তবে নেটিজেনদের নজর কেড়েছে রাজের সঙ্গে তাঁর ছবিটি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কৃতজ্ঞতায় পূর্ণ।"
#REL