দ্য ওয়াল ব্যুরো: এই বছরের দিওয়ালি অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রার জন্য ছিল বিশেষ। কারণ, জুলাই মাসে তাঁদের জীবনে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন কিয়ারা, আর তা-ও স্বামী সিদ্ধার্থের সঙ্গে তাঁদের প্রথম দিওয়ালি উদযাপনের একটি ভিডিওর মাধ্যমে।
সোমবার, কিয়ারা এবং সিদ্ধার্থ সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, এই তারকা দম্পতি হলুদ রঙের পোশাকে সেজেছেন। কিয়ারা পরেছেন ফ্লোয়িং আনারকলি-স্টাইলের স্যুট, আর সিদ্ধার্থকে দেখা যাচ্ছে মানানসই কুর্তা ও সাদা পাজামায়।
#REL