দ্য ওয়াল ব্যুরো: বলিউড সিনেমা জগতের এক প্রিয় মুখ, প্রবীণ চরিত্রাভিনেতা গোবর্ধন আসরানি (যিনি শুধু আসরানি নামেই পরিচিত), সোমবার না ফেরার দেশে চলে গেলেন। উৎসবের আবহেই ৮৪ বছর বয়সে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগৎ এবং তাঁর অগণিত ভক্তদের মধ্যে।
আশ্চর্যজনকভাবে, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুরাগীদের উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন।