দ্য ওয়াল ব্যুরো: টোল প্লাজা (Toll Plaza) দিয়ে একের পর এক বেরিয়ে যাচ্ছে গাড়ি। থামাথামির কোনও ব্যাপার নেই। হলটা কী! জানা গেল দীপাবলির বোনাস (Diwali bonus) না পেয়ে ক্ষুব্ধ টোল প্লাজা কর্মীরা (Toll plaza employee)। প্রতিবাদ জানাতে খুলে দিলেন আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোল প্লাজা। হাজার হাজার গাড়ি বিনা টোল ফি-তেই এক্সপ্রেসওয়ে (Agra Lucknow Expressway) পার হয়ে যায়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই নজিরবিহীন ঘটনায় কেন্দ্রীয় সরকারের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।