দ্য ওয়াল ব্যুরো: অতিবৃষ্টিতে (excessive rain) কর্নাটকের (Karnataka) ৩১ জেলাতেই জনজীবন বিপর্যস্ত (normal life disturbed)। কোথাও বন্যা (flood), তো কোথাও জমা জলে (stagnant water) জনজীবন অতীষ্ট। নতুন সমস্যা দেখা দিয়েছে ভূমিধস। দক্ষিণ কর্নাটকের মেঙ্গালুরুর (Mengaluru) পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় ধসের ফলে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। মেঙ্গালুরুর উল্লালে (Ullal block) ধসের বলি হয়েছেন আটজন। এছাড়া ৬৭ জনের প্রাণ গিয়েছে বন্যা ও জমাজলে। শুধু রাজধানী বেঙ্গালুরুতেই জমা জলে বিদ্যুৎপৃষ্ট হলে পাঁচজন মারা গিয়েছে।