দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কুকুর কামড়ানোর ঘটনা ও জলাতঙ্কে মৃত্যু দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে। তাই দিল্লি-এনসিআর (নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম)-এর আবাসিক এলাকা থেকে অবিলম্বে সব রাস্তার কুকুরকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এই নিয়েই তুঙ্গে বিতর্ক। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক ময়দান, খবরের চ্যানেলের প্রাইম টাইম থেকে সকলের স্টেটাস, চর্চার শেষ নেই। পশুপ্রেমীরা ক্ষিপ্ত, পোষ্য অভিভাবকরা তো রে রে করে তেড়ে আসে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর জনতা দল (সেকুলার)-এর এক নেতা।