দ্য ওয়াস ব্যুরো: চার বছরের সন্তানকে নিয়ে গোপনে দেশ ছেড়ে রাশিয়ায় ফিরে গেছেন রুশ নাগরিক ভিক্টোরিয়া বসু। ভারতের সুপ্রিম কোর্টে এই ঘটনা নিয়ে শুনানি চলাকালীন বিচারপতিরা স্পষ্ট করে জানিয়েছেন, এই ঘটনা রুশ দূতাবাসের সাহায্য ছাড়া সম্ভব নয়।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, ভিক্টোরিয়া প্রথমে বিহারে যান, সেখান থেকে নেপাল, তারপর ইউএই হয়ে রাশিয়া। তাঁর আইপি অ্যাড্রেস ট্র্যাক করে দেখা গেছে, ৭ জুলাই তিনি বাড়ি ছাড়েন। ৮ তারিখে ছিলেন বিহারে। ১১ ও ১২ জুলাই নেপালে অবস্থান করেন। ১৬ জুলাই রাশিয়ায় পৌঁছান।