দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) গোকর্নায় গুহার ভিতরে দুই মেয়েকে নিয়ে বসবাস করছিলেন রুশ নাগরিক (Russian Woman) নিনা কুটিনা। তাঁরা উদ্ধার হওয়ার কয়েক দিন পর এবার প্রকাশ্যে এলেন নিনার স্বামী (Husband)। তাঁর নাম ড্রর গোল্ডস্টেইন এবং তিনি ইজরায়েলের (Israel) বাসিন্দা। স্ত্রী-সন্তানদের উদ্ধারের খবর পেয়ে তিনি জানিয়েছেন, এবার থেকে তাঁর দুই মেয়ের সঙ্গে থাকতে চান।
গোল্ডস্টেইন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “আমার একটাই ইচ্ছে — দুই মেয়ের কাছে থাকতে চাই। আমি অভিভাবকত্ব ভাগ করে নেওয়ার দাবি করছি। আমি চাই ওদের সঙ্গে দেখা করতে, বাবা হিসেবে ওদের পাশে থাকতে।”