দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে নকল ডাকটিকিট চক্রের (Fake Postal Stamps racket) হদিশ মিলল। এই চক্র দিল্লি (Delhi) ও বিহার (Bihar) থেকে পরিচালনা করা হচ্ছিল বলে সূত্রের খবর। ৮ কোটি টাকার (8 crores fake postal stamp scam) এই বেআইনি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ (Mumbai Police)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম রাকেশ বিন্দ, শামসুদ্দিন আহমেদ এবং শাহিদ রেজা। রাকেশ, শামসুদ্দিন পেশায় ব্যবসায়ী এবং শাহিদ ক্লার্কের কাজ করেন। বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
#REL
কীভাবে ধরা পড়ল এই চক্র?