দ্য ওয়াল ব্যুরো: ছোট এক টুকরো কাগজ! ইতিহাস, সংস্কৃতি, মনন আর স্মৃতির পাথেয়! সেসব নিয়েই এবার সায়েন্স সিটিতে (Science City) বসছে ‘বঙ্গপেক্স’-এর মঞ্চ।
ডাকবিভাগের (Indian Post Office)পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে চারদিন ব্যাপী এই ব্যতিক্রমী প্রদর্শনীতে মিলবে বিরল ও অতি বিরল ডাকটিকিটের (Postage Ticket) সম্ভার। শুধু এ রাজ্য নয়, দেশের নানা প্রান্তের ডাকটিকিট সংগ্রাহকেরা অংশ নিচ্ছেন এই প্রদর্শনীতে।
#REL