দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোয় বৃষ্টির দেখা মেলেনি, ভাইফোঁটাতেও সেই একই আবহাওয়া বহাল থাকতে পারে বলে পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা। তবে এরপরেই রাজ্যের আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, তৈরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।
#REL