দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন সোনার দামে বড় পতন। বুধবারও কমেছে সোনালি ধাতুর মূল্য, টানা দু’দিনে যে ধস নেমেছে, তা প্রায় পাঁচ বছরে সবচেয়ে বড় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার একদিনেই সোনার দাম পড়ে গিয়েছিল ৫ শতাংশেরও বেশি- ২০২০ সালের অগস্টের পর এটাই সবচেয়ে বড় পতন। বুধবার স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,১০৯.১৯ মার্কিন ডলার, যা সোমবারের সর্বকালীন উচ্চতম দর ৪,৩৮১.২১ ডলারের থেকে প্রায় ৬ শতাংশ কম।
দেশীয় বাজারেও ধাক্কা