দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের (Medical Student Raped , Durgapur) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ছ’জনের জামিন আবেদন খারিজ করে দিল আদালত।
মঙ্গলবার এবং বুধবার ধৃতদের পৃথকভাবে হাজির করানো হয় বিচারকের সামনে। শুনানি শেষে বিচারক তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।আগামী ২৪ অক্টোবর টিআই প্যারেড (ITI parade) হবে ধৃতদের।
#rel