দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর রাতে আনন্দ বদলে গেল বিষাদে। উচ্চস্বরে মাইক বাজাতে অস্বীকার করায় প্রতিবেশীর হাতে খুন হলেন এক যুবক। মৃতের নাম সনাতন নস্কর। বছর আনুমানিক ২০ বছর।
কালীপুজোর রাতে চারিদিকে বাজি ফাটছিল, শব্দ বাজির তাণ্ডবও ছিল প্রবল। সোনারপুরের কুস্তিয়া এলাকার বাসিন্দা সনাতনদের বাড়িতে কালীপুজো হওয়ায় রাতে তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা জেগে ছিলেন, বাড়িতে জোরেই চলছিল গান। কিন্তু তাঁরই পাশের বাড়িতে এক হার্টের রোগী ওই আওয়াজে অসুস্থ হয়ে পড়েন, প্রতিবেশীদের অনুরোধে সঙ্গে সঙ্গে সনাতন বক্স খুলে বাড়ি চলে যান।
#REL