অর্পিতা দাশগুপ্ত
প্যারিসের লুভ মিউজিয়ামের সাম্প্রতিক ডাকাতি (Louvre heist) বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। ৭ মিনিটের ডাকাতিতে খোয়া গেছে প্রায় ৮৫০ কোটি টাকার বহুমূল্য গয়না। বিশেষজ্ঞদের আশঙ্কা, দুষ্কৃতীরা হয়তো ইতিমধ্যেই এই গয়নাগুলি থেকে রত্ন খুলে আলাদাভাবে বিক্রি করে দিতে পারে। এতে রত্নগুলি হয়তো আর কোনও দিন উদ্ধার করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে ভারতের এক অমূল্য হিরে 'জ্যাকব ডায়মন্ড' (Jacob Diamond) বিশেষভাবে নজর কেড়েছে।