দ্য ওয়াল ব্যুরো: নাবালকের সম্পত্তি বিক্রি নিয়ে গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত বলেছে, ১৮ বছরের কম বয়সী কারও সম্পত্তি তার মা-বাবা বা অভিভাবক যদি আদালতের অনুমতি ছাড়া বিক্রি করেন, তবে তা সম্পূর্ণ বৈধ নয়। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই সন্তান চাইলে মামলা না করেও নিজের কাজ বা আচরণের মাধ্যমে বিক্রি বাতিল করতে পারবেন।
সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি পঙ্কজ মিঠাল এবং প্রসন্ন বি ভারালের বেঞ্চ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি সন্তান একই জমি পুনরায় বিক্রি করেন, তাহলে আগের বিক্রি খারিজ হয়ে যাবে।