দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হল দ্যুতিমান ভট্টাচার্যকে। কয়েকদিন দিন আগেই বাজি সংক্রান্ত একটি বিতর্কে তাঁর নাম জড়িয়েছিল। তার পরেই এই পদক্ষেপ করা হল। এবার তাঁকে সশস্ত্র পুলিশ বাহিনীর (স্যাপ) থার্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট পদে পাঠানো হল। কোচবিহারের নতুন এসপি হলেন সন্দীপ কারার।
