দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বিজ্ঞাপন জগতে এক যুগের অবসান। যে কিংবদন্তী বিজ্ঞাপন নির্মাতা পীযুষ পাণ্ডে-র (Piyush Pandey) হাত ধরে ক্যাডবেরি চকোলেট দেশবাসীর কাছে 'কুছ খাস হ্যায়' হয়ে উঠেছিল, সেই উজ্জ্বল নক্ষত্র বৃহস্পতিবার (আজ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি লুমো, ফেভিকল, ক্যাডবেরি, এবং এশিয়ান পেইন্টসের মতো ব্র্যান্ডের জন্য একের পর এক স্মরণীয় বিজ্ঞাপন তৈরি করেন।
তাঁর সৃজনশীল কাজের মাধ্যমে দেশে ব্র্যান্ড কমিউনিকেশনের ভাষা চিরতরে বদলে গিয়েছিল। তিনি বিজ্ঞাপনে ভারতীয়দের একটি স্বতন্ত্র কণ্ঠস্বর এনেছিলেন।
#REL