দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের লুভ জাদুঘরে দুঃসাহসী ডাকাতির ঘটনায় এখনও স্তম্ভিত সারা বিশ্ব। নেপোলিয়নের অমূল্য গয়না-সহ আরও বহুমূল্য সম্পদ নিয়ে উধাও হয়ে গেছে ডাকাতের দল। কিন্তু এত বড় বিপর্যয়ে আশার কথা একটাই, আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে ৬০ মিলিয়ন ডলারের এক মহামূল্য হিরে, ইউরোপের বৃহত্তম ‘রিজেন্ট ডায়মন্ড’। বহু শতাব্দী আগে এই হিরের উৎপত্তি আবার ভারতের মাটিতেই, অন্ধ্রের খনির গহ্বরে।
রিজেন্ট হিরে: সৌন্দর্যের রাজকীয় প্রতীক