দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কুড়ি বছরে পা রাখলেন সারা সেনগুপ্ত—যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে। ‘উমা’ ছোট্ট মেয়েটিকে দেখে মুগ্ধ হয়েছিল বাংলা—আজ সে পূর্ণবয়স্কা তরুণী, নিজের পথে এগিয়ে চলেছেন দৃপ্ত পদক্ষেপে। জন্মদিনের রাতে সেই বেড়ে ওঠার ছবিটাই ধরা পড়ল নিখাদ উচ্ছ্বাসে।
#REL