সুমন বটব্যাল
একসময় ঘাসের সমাহারে সবুজে মুড়ে থাকা তৃণভূমি এখন ডলোমাইট মিশ্রিত পলির স্তূপ! দুর্যোগের পর তিন সপ্তাহ পেরিয়েও জলদাপাড়ার তৃণভূমিতে সবুজের ছোঁয়া নেই (Food crisis in Jaldapara)। বনকর্তারা বলছেন, অন্তত আগামী তিন মাস পর্যন্ত নতুন ঘাস গজানো সম্ভব নয়। আর তার জেরেই দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সঙ্কট। সেই সূত্রে মানুষ-বন্যপ্রাণীর সংঘাতের আশঙ্কাও (Human-Wildlife conflict)!