দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা আমির খান ও ঐশ্বর্যা রাই বচ্চন-কে নিয়ে তৈরি ১৯৯৩ সালের বেভারেজ ব্র্যান্ড পেপসি-র আইকনিক বিজ্ঞাপনটির পেছনের চমকপ্রদ তথ্য এবার ফাঁস করলেন বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্কর। তিনি জানালেন, কীভাবে ঐশ্বর্যাকে খুঁজে পাওয়া গিয়েছিল এবং একই বিজ্ঞাপনের জন্য শাহরুখ খান-এর চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছিলেন আমির খান।
সাম্প্রতিক একটি পডকাস্টে এসে সেই আইকনিক বিজ্ঞাপনের নেপথ্যের গল্প শোনান প্রহ্লাদ কক্কর। তিনি জানান, সেই বিজ্ঞাপনের জন্য কাস্টিং করতে তাঁর তিন মাস সময় লেগেছিল। বিজ্ঞাপনে মহিমা চৌধুরী এবং আমিরের সঙ্গে ঐশ্বর্যাকেও নেওয়া হয়েছিল।