দ্য ওয়াল ব্যুরো: স্বরূপনগর সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ল এক ষষ্ঠ শ্রেণির কিশোর। বুধবার সন্ধ্যায় স্বরূপনগর থানার বিথারি সীমান্তে এই ঘটনা ঘটে। ধৃত কিশোর দহরকান্দা গ্রামের বাসিন্দা।
বিএসএফ সূত্রে জানা যায়, কিশোর মায়ের নির্দেশে একটি কালো পলিথিন ব্যাগে কিছু ধাতব জিনিস নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে যাচ্ছিল। তবে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফের জওয়ানরা তাকে আটক করে। তল্লাশির সময় ১১ পিস সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার মোট ওজন এক কেজি ২৮৬ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লক্ষ টাকা।
#REL