সোহাগ সেন
রিনা আমার প্রায় ষাট বছরের বন্ধু। আমাদের বন্ধুত্ব সময়ের গায়ে লেগে থাকা এক গভীর সম্পর্ক। সম্পর্কের শুরু ছিল পারিবারিক পরিচয় থেকেই। আমার মামা হরিসাধন দাশগুপ্ত (বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা) ছিলেন চিদানন্দ দাশগুপ্তর ঘনিষ্ঠ বন্ধু। চিদানন্দবাবু, (ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ) অর্থাৎ রিনার বাবা। আমাদের বন্ধুত্বের শুরু, যখন রিনা ‘সমাপ্তি’ ছবিতে অভিনয় করল। মনে আছে, ছবিমুক্তির পর মামা একটি বিশাল পার্টির আয়োজন করেছিলেন। রিনাই ছিল উপলক্ষ্য। তখন রিনার বয়স মাত্র পনেরো-ষোলো। প্রাণবন্ত এক মেয়ে।