দ্য ওয়াল ব্যুরোঃ ছট উৎসবকে ঘিরে ঘরমুখো যাত্রীদের সুবিধার জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। বাড়তি ভিড় সামলাতে এবং যাত্রা যাতে নিরাপদ ও আরামদায়ক হয়, তা নিশ্চিত করতে একাধিক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
#REL
রেল সূত্রে জানা গিয়েছে, উৎসবের সময় মোট ১,৩০০টি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এই বিশেষ ট্রেনগুলি হাওড়া, শিয়ালদহ, কলকাতা, আসানসোল এবং মালদহ টাউন স্টেশন থেকে ছাড়বে এবং যাত্রীদের পৌঁছে দেবে পাটনা, জয়নগর, রক্সৌল, গোরখপুর, লখনউ, আনন্দ বিহার, নতুন দিল্লি, গান্ধীধাম, উদনা ও খাটিপুরা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে।