দ্য ওয়াল ব্যুরো: এক পুলিশ অফিসারের দ্বারা একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন মহারাষ্ট্রের এক তরুণী চিকিৎসক (In 4-Page Suicide Note, Doctor Who Was Raped)। মৃত্যুর আগে বাঁ হাতের তালুতে লিখে গিয়েছেন অভিযুক্তের নাম—আর সেই লেখাই এখন তদন্তের মূল সূত্র।
সূত্রের খবর, শুধু হাতে নয়, চার পাতার একটি ‘সুইসাইড নোট’ও রেখে গিয়েছেন তিনি, যাতে উঠে এসেছে আরও বিস্ফোরক অভিযোগ। দাবি, তাতে এক সাংসদের নামও রয়েছে, যিনি ফোন করে তাঁকে অনৈতিক কাজে চাপ দিয়েছিলেন (Accused MP Of Pressuring Her)।
#REL