দ্য ওয়াল ব্যুরো: সম্পর্কে বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিকার উপর নজরদারি চালাতেন। কোথায় যাচ্ছে, কী করছে, কার কার সঙ্গে কথা বলছেন- প্রায় সবকিছুই জানতেন। অতীত ভুলে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন তরুণী, কেবল এই সন্দেহের বশে তাঁর গলা কেটে খুন করলেন যুবক (ex-girlfriend killed)। মুম্বইয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণীর নাম মনীষা যাদব। আটদিন আগেই সোনু বড়াইয়ের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু এরপরও অভিযুক্ত তাঁকে উত্যক্ত করত বলে অভিযোগ।