দ্য ওয়াল ব্যুরো: কালো ধোঁয়া আর পোড়া গন্ধে এখনও ভরে আছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নুলের (Kurnool) বাতাস। বাস দুর্ঘটনায় (Bus Accident) এক মুহূর্তে ছাই হয়ে গেছে অসংখ্য তরুণ-তরুণীর স্বপ্ন। শুক্রবার ভোররাতে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনা শুধু প্রাণ কেড়ে নেয়নি, ধ্বংস করে দিয়েছে বহু পরিবারের ভবিষ্যৎ।
এই দুর্ঘটনায় অনেকের মতোই প্রাণ হারিয়েছেন ২৩ বছরের অনুশা (Anusha) যিনি বেঙ্গালুরুর একটি নামী সংস্থায় (Bengaluru Techie) কর্মরত ছিলেন। তাঁর সাফল্য এতদিন ছিল পরিবারের গর্ব। তবে আজ সেই গর্বই যেন পরিণত হয়েছে গভীর আফসোসে।