দ্য ওয়াল ব্যুরো: ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য দেগঙ্গায়। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান। পুলিশ তদন্ত শুরু করেছে (Deganga murder)। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। কী কারণে খুন হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
মৃতের নাম বাবলু কর্মকার (৪৭)। পেশায় দিনমজুর ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে থাকতেন তিনি ও তাঁর বৃদ্ধা মা। বিবাহিত হলেও স্ত্রী সঙ্গে থাকেন না।